প্রেস বিজ্ঞপ্তি:
লিংকরোডের প্রবেশদ্বারে প্রতিষ্ঠিত বীচ পাবলিক স্কুল কক্সবাজার (নার্সারী-৫ম) এবং আলহাজ¦ ফাতেমা ফেরদৌস উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কক্সবাজার(৬ষ্ট-৯ম) এর নবনির্মিত শহিদ মিনার এবং একাডেমি ভবন উদ্বোধন উপলক্ষে, আজ মঙ্গলবার সকাল ১১ টায় কক্সবাজার-৩ (সদর-রামু,ঈদগাঁ) আসনের  সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল শতশত কচিকাঁচাদের ফুলের পাঁপড়ি বষর্ণের মধ্য দিয়ে স্কুল প্রাঙ্গনে প্রবেশ করেন। প্রবেশফটকে আলহাজ ফাতেমা ফেরদৌস উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল এমপি মহোদয়কে গার্র্ড অব অনার প্রদর্শন করেন এরপর এমপি মহোদয় এবং মেরিন সিটি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এ.এম.জি ফেরদৌস, ব্যবস্থাপনা পরিচালক এ এম নাহিদুল ইসলাম ফাহিম ফ্ল্যাগ স্ট্যান্ডের সামনে উপবিষ্ট থাকাকালে স্কুল স্কাউট সম্মিলিত সালাম পেশ করেন। এরপর জাতীয় সংগীতের মূর্ছনায় জাতীয় পতাকা এবং দুই স্কুলের একাডেমী পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন করে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ শহিদ মিনার ফলক উদ্বোধনের জন্য এগিয়ে যান। এরপর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন এমপি মহোদায় এবং মেরিন সিটি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এ.এম.জি ফেরদৌস। এরপর নতুন একাডমী ভবন উদ্বোধন শেষে মোনাজাত অংশ নেন সমবেত সকলে। মোনাজাত পরিচালনা করেন বীচ পাবলিক স্কুলের শিক্ষক হাফেজ আব্দুল মালেক। মোনাজাত শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়গণ স্কুল অডিটরিয়াম শহিদ শেখ রাসেল অডিটরিয়ামে প্রবেশ করেন।আলহাজ¦ ফাতেমা ফেরদৌস উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এম আলী আকবরের সভাপতিত্বে ও আবু হেনা মোস্তফা কামাল এর সঞ্চালনায় কোরআন তেলওয়াতর মধ্যে দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াতে অংশ নেন ৮ম শ্রেণির শিক্ষার্থী আবু মুসা আশারী। এরপর এমপি মহোদয়ের সম্মানে কাব্যিক ঢংয়ে বিশেষ মানপত্র পাঠ করেন আলহাজ ফাতেমা ফেরদৌস উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক ও দুই স্কুলের কো-অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানদ্বয়ের প্রতিষ্ঠাতা এ এম জি ফেরদৌস, এতে তিনি প্রতিষ্ঠানের সার্বিক কল্যানের জন্য এমপি মহোদয়ের সহযোগিতা কামনা করেন। এরপর প্রধান অতিথির বক্তব্য প্রদানে বলে এমপি মহোদয় শহিদ মিনার সৃষ্টির ইতিহাস ১৯৪৭ সালের দেশ ভাগ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, সৃষ্টির ইতিহাস, ভাষাত্ব সৃষ্টির ইতিহাস, ১৯৪৮ এর সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন, ১৯৪৭ এর মোহাম্মদ আলী জিন্নাহ ভাষা নিয়ে দাম্বিকতা, বঙ্গবন্ধুর ভাষা আন্দোলনে ভূমিকা, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর কারাবরণ, ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারী ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র এবং সর্বসাধারণের মিছিল, সালাম, রফিক, জব্বার, এর শহীদ হবার ঘটনা দীর্ঘ ৩০ মিনিটের বক্তব্য তুলে ধরেন। এতে তিনি অত্র প্রতিষ্ঠানদ্বয়ের চেয়ারম্যান এ এম জি ফেরদৌসকে এই অঞ্চলে এমন নান্দনিক পরিবেশে স্কুল প্রতিষ্ঠা করে গ্রামবাসীকে সুযোগ করে দেবার জন্য প্রুয়োসী প্রসংসা করেন এবং স্কুলের সার্বিক অবকাঠামো এবং একাডেমিক অগ্রগতির আশ্বাস প্রদান করেন।