এম.এ আজিজ রাসেল:
কক্সবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত ফাইনালে বালিকা ইভেন্টে কক্সবাজার পৌরসভাকে ১—০ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া। চকরিয়ার জয়ের নায়ক ঋতি চাকমা। অপরদিকে বালক ইভেন্টে এবার বাজিমাত করেছে রামু। দীর্ঘদিন ধরে শিরোপা খরায় থাকা দলটি হটফেভারিট চকরিয়াকে ১—০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জয়সূচক গোলটি করে হিরু বনেন রামুর ১১নং জার্সিধারী ফরোয়ার্ড সামি। রেফারির শেষ বাঁশিতে জয়ল্লোসে মেতে উঠেন রম্যভূমি রামুর খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকেরা।

বালিকা ইভেন্টে টুর্নামেন্ট সেরা হয় চকরিয়ার তাসনিম ও সেরা গোলরক্ষকের মুকুট লুফে নেয় একই দলের অ্যাঞ্জেলিনা চাকমা। এছাড়া বালক ইভেন্টে টুর্নামেন্ট সেরা হয় সৈনিক। সেরা গোলরক্ষক সাইফুল ও ম্যান অব দ্যা ফাইনালের ক্রেস্ট জেতেন চ্যাম্পিয়ন দলের সামি।

খেলা পরিচালনা করেন আবুল কাশেম কুতুবী, আহমদ কবির, আবদুল করিম, ফরিদুল আলম ও লা লা কিং।

পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল, সাংসদ কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।

অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল করিম সাঈদী, রামু উপজেলার ইউএনও প্রণয় চাকমা, চকরিয়া উপজেলা ইউএনও জেপি দেওয়ান, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।