প্রেস বিজ্ঞপ্তি:

নদী সম্মেলনে যোগ দিতে ভারতের আসাম যাচ্ছেন ‘শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ’ এর মহাসচিব, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম।

তিনি ২৭ মে সকাল সোয়া ১০ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসামের গৌহাটির উদ্দেশ্যে বাংলাদেশ ডেলিগেট টিমের সাথে রওয়ানা হবেন। দেশে ফিরবেন আগামী ৩ জুন।

ভারতের আসামের শিলংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও থিংকট্যাংক এশিয়ান কনফ্লুয়েন্স আগামী ২৮ ও ২৯ তারিখ গৌহাটিতে নদী বিষয়ক কনক্লেভ আয়োজন করেছে। এতে যোগ দিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এই কনক্লেভে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এই আন্তর্জাতিক সম্মেলনে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সাথে নদী সংযোগ এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এর কৌশলগত অবস্থান তুলে ধরা হবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে নদীপথে নতুন করে চলাচল শুরু করা যায় কি না সেসবও খতিয়ে দেখা হবে।