আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণের অভিযোগে আমান উল্লাহ(৫০) নামে
এক রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর সদস্যরা।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বুধবার (২৫মে) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মালেক (৪৩), পিতা-শরফুদ্দিন, ব্লক-বি/৩, ঘর-১৪০ চাকমারকুল এপিবিএন ক্যাম্পে এ মর্মে অভিযোগ দেন যে, তার মেয়ে শহিদা (১২) কে রোহিঙ্গা আমান উল্লাহ (৫০), পিতা-মুজির মিয়া, ব্লক-এ/৪, ঘর-৩৯৯ প্রলোভন দেখিয়ে এ/৪ ব্লক সংলগ্ন পাহাড়ি ঢালুর জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এমন সংবাদের ভিত্তিতে এপিবিএন অফিসার ও ফোর্স তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত আমান উল্লাহকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান,আটক রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।