সিবিএন ডেস্ক:
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে এনরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৮ মে) বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম এ বিষয়ে নোটিশ দেন।
ফলাফলে দেখা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত এ লিখিত পরীক্ষায় মোট দুই হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন। এখন তারা নিয়ম অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর তারা হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার সুযোগ পাবেন।
তবে ৩৭৫ জনের ফলাফল তৃতীয় পরীক্ষকের (থার্ড এক্সামিনার) জন্য স্থগিত রাখা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।