শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
সারা দেশের ন্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে কুতুবদিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০মে) বিকালে বড়ঘোপ ইলহাম কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইউছুপের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম. এ. সালাম কুতুবী, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপি সহ সভাপতি আবুল কালাম, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সিকদার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা রেজাউল করিম রাজু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন নাজু, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদত হোসেন (ভুট্টা), উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিবু,দক্ষিণ ধুরুং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাছান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আবদুল আজিজ, লেমশিখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দিলদার হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক আবদুল মান্নান, ছাত্র দলের আহবায়ক কমিটির সদস্য রমিজ রেজা প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আলম সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম, কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি জসীম উদ্দিন সিকদার, উপজেলা বিএনপির আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আলম সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উত্তর ধুরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্বাসউদ্দীন, মহিলা দলের সভা নেত্রী নাসিমা আকতার, উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক ফিরোজ খান, মৎস্য বিষয়ক সম্পাদক আবুল বশর। ছাত্র দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, হামিদুল ইসলাম সোহেল, তারেক রহমান জনি,মোঃ মোমেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মৌলভী শফিউল আলম নূরী।