সিবিএন ডেস্ক:

যুদ্ধ বিরোধী গান নিয়ে ফিরলেন “তোরে পুতুলে মত করে সাজিয়” এবং “মুখরিত জীবন”-এর মত কালজয়ী গানের গীতিকার, সিডনী প্রবাসী শিল্পী ও প্রকৌশলী ড. আব্দুল্লাহ আল মামুন।

যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব। ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক ও ইয়েমেন। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে ইউক্রেন। মারা যাচ্ছে অসংখ্য অবুঝ শিশু-কিশোরেরা। যুদ্ধের দাবানল থেকে শিশুদের রক্ষা করার জন্য জনমত গড়ে তুলতে নিজের লেখা এবং সুরে “এসো তাদের জন্য কিছু করি’ গানটিতে কন্ঠ দিয়েছেন ক্কসবাজারের সন্তান শিল্পী আল মামুন।

২০১৭ সালে মৌলিক বাংলা গানের অ্যালবাম “তোমার জন্য” প্রকাশনার পর এই প্রথম ভিন্নধর্মী একটি নতুন গান উপহার দিলেন আল মামুন। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। উল্লেখ্য, ড. মামুনের সঙ্গীতের হাতে খড়ি হয় সঙ্গীতায়নের প্রতিস্ঠাতা উস্তাদ আবু বকর সিদ্দিকী স্যারে কাছে।