‘বঙ্গবন্ধু দুই বাংলারই প্রাণের মানুষ’

এম.এ আজিজ রাসেল:
‘বঙ্গবন্ধু শুধু এই দেশের নয়, ওপার বাংলারও প্রাণের মানুষ। বঙ্গবন্ধুর দেশে এসে মনে হচ্ছে নিজের দেশেই আছি। বঙ্গবন্ধুকে আমরাও ভালোবাসি, শ্রদ্ধা করি।’

বঙ্গবন্ধু কবিতা উৎসবে এমনইভাবে অনুভূমিত প্রকাশ করলেন ওপার বাংলা থেকে আসা খ্যাতনামা কবি সাহিত্যিকরা।

‘শান্তির বিশ্ব হোক বাংলা কবিতার জয় হোক’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ ও ভারতের বরেণ্য কবিদের অংশগ্রহণে সমুদ্র নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু কবিতা উৎসব।

শনিবার দুপুরে শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি মিলনায়তনে বিশিষ্ট লেখক গবেষক কবি পীর সাহেব বায়তুশ শরফ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত কবিতা উৎসবে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল ফোরকান আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক সুজন কুমার হাজং ও বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদযাপন আন্তর্জাতিক পর্ষদের যুগ্ম আহবায়ক কবি লুৎফুর রহমান।

উৎসবে বক্তারা বলেন, ‘কক্সবাজার বিশ^ সংস্কৃতির তীর্থ স্থান। এখানে বাংলা ভাষা নিয়ে বেশি চর্চা হয়। সৃষ্টি হয় মেধাবী কবি-সাহিত্যিকদের। এই উৎসব কাটাতারের এপার-ওপার মানুষের মেলবন্ধনে পরিণত হয়েছে। যা দুই দেশের সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে।’

উৎসবের শুরুতে কবিদের বরণ করেন কক্সবাজারে বিশিষ্ট শিক্ষাবিদ বায়তুশ শরফ কমপেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। এরপর কবি কণ্ঠে কবিতা পাঠ ও মৌসুমী ফলের আসর বসে। শেষে আকাশের ঠিকানায় পাঠানো হয় শান্তির বার্তা।

এতে স্বাগত ভাষণ দেন বহুমাত্রিক লেখক, নির্দেশক, ইতিহাসবিদ ও গবেষক কবি কামরুল হাসান।

দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। এতে বসে দুই বাংলার কবি-সাহিত্যিকদের মিলনমেলা

উৎসবে ভারতের কলকাতার কবি সুবীর সরকার, কলকাতার কবি সৈকত সেন, ত্রিপুরা আগরতলার কবি জ্যোতির্ময় রায়, সোবিকা ধর, অনিকেত মিনাল কান্তি ও পশ্চিমবঙ্গের কবি এক পশলা বৃষ্টি পত্রিকার সম্পাদক অম্ভরীশ ঘোষ এবং বাংলাদেশের বিশিষ্ট কবি আনিস মোহাম্মদ, মো. আসাদুজ্জামান, শিশু সাহিত্যিক রহিম শাহ, এ. সুলতান আহম্মদ, নাদিরা খানম, কৌমুদি নারগিস, পারু পারভিন, বাচিক শিল্পী দিলরুবা খানম ছুটি, সঙ্গীত শিল্পী মুশতাক হোসেন, আদিল চৌধুরী, মীর্জা মনোয়ার হাসান, শামীম আকতার, হাসিনা চৌধুরী লিলি, রুহুল কাদের বাবুল, মনজুরুল ইসলাম, সিরাজুল হক সিরাজ, আলী প্রয়াস, তৌহিদা আজিম, মানিক বৈরাগী, নাসের ভুট্টো, এম. জসিম উদ্দিন, আমিনুল হক আমিন, কাফি আনোয়ার, নিলয় রফিক, মাহবুব কামাল হিমেল, উম্মে হাবিবা উর্মি, আকলিমা আখি ও ঋতিল মনিষা উপস্থিত ছিলেন।