প্রেস বিজ্ঞপ্তি:
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি ও অশালীন কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখা।

শনিবার বিকাল ৫টার দিকে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনাসারী ও শহরের শহীদ সরণী মোড়ে পৃথকভাবে এই কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে আওয়ামী লীগের এই সহযোগি সংগঠনটি। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

প্রতিবাদ সমাবেশে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী বলেন, ৭৫ সালে পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র করে স্বাধীন বাংলাদেশ গড়ার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারের নির্মমভাবে হত্যা করেছিলো। তাকে হত্যা দেশকে পিছিয়ে দিয়েছিলো। বহু বছর পর দেশে ফিরে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জরাজীর্ণ বাংলাদেশকে আজ উন্নতির শিখরে নিয়ে গেছেন জননেত্রী শেখ হাসিনা। ঠিক সে মুহূর্তে আবারো ষড়যন্ত্রের নীল-নকশা তৈরি করেছে একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শক্তিরা। তারা এবার বিশ^ নেতৃত্বের আসনে আসীন হওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। কিন্তু এখন পঁচাত্তরের সেই দিন নয়; এখন শেখ হাসিনার জন্য বুলেটের মুখে বুক পেতে দিতে অগণিত মুজিব সেনানী তৈরি রয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ আজ অতীতের যেকোনো সময়ে চেয়ে উন্নত, সুশঙ্খল ও গোছালোভাবে পরিচালিত হচ্ছে। এতে দেশের প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক সে মুহূর্তে যে নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করলে শ্রমিক লীগ তা প্রতিহত করবে।

জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এম ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক নূরুল আবছার, সদর উপজেলা আহ্বায়ক মোঃ আবদুল্লাহ, ঈদগাঁও উপজেলা আহ্বায়ক আবু বকর ছিদ্দিক বান্ডি, রামু উপজেলা আহ্বায়ক শফিকুল আলম কাজল, মহেশখালী উপজেলা আহ্বায়ক আবদু শুক্কুর, সদস্য সচিব রিপন উদ্দীন রিপন, উখিয়া উপজেলা সদস্য সচিব মোঃ ইউনুছ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম সম্পাদক ছৈয়দ রাসেদুল হক সোহেল, প্রচার সম্পাদক নেজাম উদ্দীন শাওন, সদস্য গিয়াস উদ্দীন, মোঃ আরিফুৃল ইসলাম, মৎস্যজীবি শ্রমিক লীগের সভাপতি খোরশেদ আলম, নির্মাণ শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ ইউছুপ, রামু উপজেলা সদস্য সচিব মোঃ আমিন, পেকুয়া সদস্য সচিব বেলাল উদ্দীন, সদর উপজেলা নেতা নাসির উদ্দীন মাহমুদ, বিকাশ চন্দ্র দে, পৌর শ্রমিক লীগ নেতা আফসানুর রেজা, ফজল করিম, নজিবুল আলম বাবু, মোঃ রফিক, রিয়াজুল হক বাবু, তৈয়ব উল্লাহ সিকদার। এছাড়াও বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ।