এম.এ আজিজ রাসেল :
দখল ও দূষণের কারণে কক্সবাজারের পরিবেশ দিন দিন অসহনীয় হয়ে উঠছে। পুরো কক্সবাজার বায়ুই দূষণের শিকার। একই সমস্যায় রয়েছে নদ নদীও। প্রকৃতিকে ধ্বংস করায় এখন জলবায়ু পরিবর্তনের মতো বড় দুর্যোগগুলো বাড়ছে। প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। বায়ু, মাটি ও পানি—সামগ্রিকভাবে পরিবেশ নিয়ে একটাই পৃথিবী। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে পরিবেশ সুরক্ষায় যার যার অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।
রবিবার সকালে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
“ একটাই পৃথিবী : প্রকৃতির ঐকতানে টেকসই জীবন “ এ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে কক্সবাজারে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমেদের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ নাজমুল হুদা বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বনবিভাগ, পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয।