জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান বলেছেন, “আমাদের পৃথিবী একটাই। এই পৃথিবী কে বসবাসের যোগ্য করে গড়ে তোলা প্রতিটি নাগরিকের দায়িত্ব । প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে পরিবেশ ক্লাব গঠন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপন কর্মসূচী, প্লাস্টিক বর্জনে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন , পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদি কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে”।
আজ ৫ জুন রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের “আরবরিকালচার সেন্টার এবং এস্টেট অফিস” এর যৌথ উদ্যোগে ‘ বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে আয়োজিত এক র্যালীর (Rally) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পরিবেশ সংরক্ষণে ক্লাস শ্রেণি কক্ষ এবং হলে শিক্ষার্থীদের কে সচেতন করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
সকাল সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্জন হলে গিয়ে শেষ হয়।
এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে “একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই‌ জীবন”।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট এবং আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ডক্টর মিহির লাল সাহা, স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম খান, রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ডঃ জিনাত হুদা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডঃ একেএম গোলাম রব্বানী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারীরা।
এই দিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন সংগঠন আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি পালন করেছে।