বিশেষ প্রতিবেদক:
দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় জনগণের ভোগান্তি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের কক্সবাজার বার্তা’ ও সিবিএন মাল্টিমিডিয়ার কুতুবদিয়া প্রতিনিধি হাছান মাহমুদ সুজনকে হত্যার পরিতল্পনা করেছেন উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিমসহ তার লোকজন।
এ বিষয়ে রবিবার সন্ধ্যায় সাংবাদিক সুজন জীবনের নিরাপত্তা চেয়ে কুতুবদিয়া থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী (জিড়ি) করেছেন। যাহার নং-১৭০।
জিড়িতে অভিযুক্তরা হলেন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম এবং একই এলাকার তার সহযোগী মোরশেদ ও কায়কোবাদসহ অজ্ঞাত ১০/১৫জন।
জানা যায়, ২৯-মে আজকের কক্সবাজার বার্তা ও অনলাইন নিউজ (মাল্টিমিড়িয়া) সিবিএন-এ “কুতুবদিয়ায় নতুন ভোটারদের নানা হয়রানির অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশে তথ্য সংগ্রহের জন্য ওই সাংবাদিক উত্তর ধূরুং ইউপিতে গেলে ভুক্তভোগীরা ইউপি সচিবের নানা অনিয়মের বিরুদ্ধে সাক্ষাৎকার দেন। উক্ত বিষয়ে চেয়ারম্যান ও সচিব জানতে পারিলে নিউজ প্রকাশ না করার জন্য সাংবাদিক সুজনকে বিভিন্ন মাধ্যমে হুমকিসহ মারধর করার চেষ্টা করেন।
হাছান মাহমুদ সুজন বলেন, পরবর্তিতে সংবাদ প্রকাশিত হওয়ার পরদিন আমাকে টাকার লোভ দেখান।এমনকি আমার বাড়িতে একজন লোক দিয়ে ড়াকতে পাঠান। এতে আমি সম্মতি প্রকাশ না করায় গত ২৯মে থেকে আমাকে তার ভাড়াটে লোকজন দ্বারা হত্যা করার পরিকল্পনা করেন। যা পরিকল্পনার বৈঠকে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি আমার নিকট শেয়ার করেন।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার বলেন, সাংবাদিক সুজন জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছেন। সঠিক তদন্তক্রমে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।