খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৪ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি বিজয় ভাস্কর্য থেকে শুরু করে রামগড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ বক্সের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি , উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, রামগড় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পৌর কাউন্সিলর মোহাম্মদ শামীম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী শত্রুরা আবারও তৎপর হয়েছে। তারা ৭৫ এর পনেরো আগস্টের পুনরাবৃত্তির চেষ্টা করছে। সবাইকে সচেতন থাকতে হবে। স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে সর্বদা প্রস্তুুত থাকার কথা বলেন বক্তারা।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল শ্লোগান দেয় পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার । এরপরই এ স্লোগান ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। এরই পরিপ্রেক্ষিতে আজকের প্রতিবাদ সমাবেশ হয় রামগড়ে ।