প্রেস বিজ্ঞপ্তি:
“একটাই পৃথিবী” প্রতিপাদ্য বিষয় নিয়ে কক্সবাজারে ‘একশন এইডে’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রোববার (৫ জুন) বিকালের দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে’র মিলনায়তনে “পরিবেশ সুরক্ষায় যুবসমাজ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, ফারাহ্ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন।
এসময় বক্তারা বলেছেন, বায়ু, মাটি ও পানি—সামগ্রিকভাবে পরিবেশ নিয়ে একটাই পৃথিবী। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে পরিবেশ সুরক্ষায় যার যার অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। যেযেখানে মানুষ বসবাস করতে পারে, আর তাই বিশ্বপ্রকৃতিকে টিকিয়ে রাখতে হলে এখনই প্রয়োজন পরিবেশের সাথে সামঞ্জস্যপুর্ণ জীবনযাপন পদ্ধতি উদ্ভাবন, যেন প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে পরিবেশ বিপর্যয়ের মতো সমস্যাকে মোকাবেলা করা যায়। এই কর্মযজ্ঞে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে যুবসমাজ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক জনাব মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ফরিদ আহমেদ, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা, ও জনাব নাসির উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কক্সবাজার জেলা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, ফারাহ্ কবির।
উল্লেখ্য, অনুষ্ঠানটি একশন এইড বাংলাদেশ, অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে পরিবেশ দিবস উপলক্ষ্যে বিশেষভাবে রচিত এক নাটকের আয়োজন করা হয়।