জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে আজ ৬ জুন সোমবার দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ জাসদ এর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ(বিসিএল) তথা জাসদ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান বলেন, “এদেশে যতবার ঘটনা ঘটে, ঘটনার পর ত্রুটিগুলো বের হয়ে আসে। তাই এই ঘটনাগুলোকে কোনভাবেই দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া যাবে না।এই‌ ঘটনা গুলো প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ঘৃণ্য হত্যাকাণ্ড বলে আমরা মনে করি। অনতিবিলম্বে রাসায়নিক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। নিমতলী থেকে সীতাকুন্ড প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত ব্যবসায়ী, তদারককারী সংস্থাসহ সকলকে আইনের আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যক্তির চিকিৎসার সকল দায়িত্ব, পুনর্বাসন ও ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে”।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাইম হাসান হৃদয়। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নোমান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন সহ আরো অনেকে।