জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী মালিক ও প্রশাসনিক কর্মকর্তাদের বিচারের দাবিতে গতকাল বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ মিছিল করেছে বামপন্থী রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালালে প্রগতিশীল ছাত্রজোটের কয়েকজন নেতাকর্মী আহত হয়।
গতকালের প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহের মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ ৭ জুন (২০২২) মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
আজ দুপুর বারোটা ৪৫ মিনিটে মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে শেষ হয়।

দুপুর একটায় অপরাজেয় বাংলার পাদদেশে
মিছিলোত্তর সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের পক্ষে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাগীব নাইম। তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় রাসায়নিক দ্রব্যের বিস্ফোরণের পর সেখানে পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তার প্রভাব পড়বে সেখানে মানুষ জীবনযাত্রার উপর। সরকার জনগনের ভোটে নির্বাচিত নয় বলে তারা এসব নিয়ে কথা বলে না।২০১৪ সালে এবং ২০১৮ সালে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসার পর দেশের মানুষ কে মানুষ বলে গণ্য করে না।
এজন্য দেশের মানুষ কে জেগে উঠতে হবে এবং ছাত্রসমাজ কে জেগে উঠতে হবে।
১৯৫২,১৯৬৯ ,১৯৭১,১৯৯০ ,২০০৭ এবং ২০১৮ সালে সাধারণ ছাত্ররা জেগে উঠেছিল বলে এসব আন্দোলন সফল হয়েছিল।ঢাকা বিশ্ববিদ্যালয়েও বহু ঘটনা আছে, যেখানে ছাত্ররা প্রশাসনের বিরুদ্ধে লড়াই করেছিল।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের অনিক রায়, মোজাম্মেল হক সহ আহতদের চিকিৎসার দাবি জানান তিনি। একইসাথে প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধের মিছিলে সবাই কে শামিল হওয়ার আহবান জানান।

গতকালের হামলার বিষয়ে রাগিব নাইম বলেছেন, গতকাল আমাদের মিছিলের পাশ দিয়ে রোগীবাহী এ্যাম্বুলেন্স যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এ্যাম্বুলেন্স কে ক্রস করে আগে যেতে চেয়েছিল। তখন আমরা বাঁধা‌ দিলে তারা আমাদের ওপর হামলা চালায়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার জয়দ্বীপ ভট্টাচার্য এর সভাপতিত্বে আয়োজিত এই মিছিলোত্তর সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সালমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা, মোজাম্মেল হক, ছাত্র ফেডারেশনের মুক্তা বাড়ৈ, আরমানুল হক সহ শতাধিক নেতাকর্মী।

বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও নিন্দা:
গতকাল শাহবাগে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আক্তার হোসেন এবং সদস্য সচিব মোঃ আমান উল্লাহ আমান স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও নিন্দা জানান।
অপরদিকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত কর্তৃক প্রেরিত এক বিবৃতিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও নিন্দা জানান ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।