আনোয়ার হোছাইন, ঈদগাঁও, কক্সবাজার :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া থেকে গাছে ঝুলন্ত নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) রাত ১০ টার দিকে ঝুলন্ত লাশটি পথচারীদের চোখে পড়লে থানা পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিপোর্ট লিখা পর্যন্ত লাশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বলে ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, যেহেতু নিহত যুবক নির্মাণ শ্রমিক এবং তার বাড়ি যেহেতু দুরে তার বিস্তারিত পরিচয় এবং মৃত্যুর প্রাথমিক কারণ নির্ণয়ে পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। স্থানীয়রা জানান,২২/২৪ বছরের এ যুবকটি নির্মিতব্য ইসলামাবাদের গজালিয়া- ঈদগড় সংযোগ সেতুর নির্মাণ শ্রমিক।নির্মাণস্থলে কাজ করা ১০/ ১৫ জন শ্রমিক নিয়মিত একটি পাশের বাসায় থেকে কাজ করে। কিভাবে সে মৃত্যু বরণ করল তা নিয়ে কৌতুহলের শেষ নেই।