জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বিশ্বনবী হযরত মুহম্মদ (সা:) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লী মিডিয়া শাখার প্রধান নবীন জিন্দাল এর আলাদা মন্তব্যে কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে আজ ৮ জুন বুধবার দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে ভারতীয় হাইকমিশনার কে অফিসিয়ালি ডেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন।
সমাবেশে শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ও ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক
আকরাম হোসেন বলেছেন, ভারতীয় জনতা পার্টি অতীতে মুসলমানদের কে আইনের মাধ্যমে নাগরিকত্বহীন করার অপচেষ্টা করেছিল। অতীতের ন্যায় এখনও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।তারই ধারাবাহিকতায় এবার ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লী মিডিয়া শাখার প্রধান নবীন জিন্দাল মহানবী হযরত মুহম্মদ (সা:) এর বিরুদ্ধে আলাদাভাবে কটুক্তিমূলক মন্তব্য করেছেন।এই কটুক্তিমূলক বক্তব্যের পরিণতি ভালো হবে না। শুধু আরববিশ্ব নয়, ইউরোপ -আমেরিকা সহ সমগ্র মুসলিম বিশ্ব গর্জে উঠেছে। বাংলাদেশ সরকার এখনো তাদের অবস্থান পরিষ্কার করেন নাই। অবিলম্বে ভারতীয় হাইকমিশনার কে অফিসিয়ালি ডেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানাচ্ছি।
সমাজবিজ্ঞান বিভাগের আরেক ছাত্র হাসিব আর ইসলাম , ভারতের সরকার পুলিশ দিয়ে মুসলমানদের উপর নির্যাতন চালায়। এখন মুসলমানদের কে ভিন্নভাবে দমন করার ষড়যন্ত্র করছে। দুর্ভাগ্য বাংলাদেশ সরকার আজ পর্যন্ত ভারতের এই বক্তব্যের কোন প্রতিবাদ জানায় নি। বাংলাদেশের উচিত এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো।
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রী মোসাদ্দিকা আফরিন দোলা বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নূপুর শর্মা কটুক্তিমূলক মন্তব্য করেছেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র নেত্রীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য যে ,গত ২৭ মে ভারতীয় গণমাধ্যমে (টাইমস নাউ টেলিভিশন চ্যানেল) ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লী মিডিয়া শাখার প্রধান নবীন জিন্দাল এর আলাদা মন্তব্যের পর মুসলিম বিশ্ব উত্তাল হয়ে উঠেছে। বাংলাদেশেও বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়েছে।