আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
টেকনাফে সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
এই উপলক্ষে গতকাল মঙ্গলবার (৭ জুন) বিকাল থেকে রাত পর্যন্ত টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরুর নেতৃত্বে এবং টেকনাফ উপজেলা মৎস্য অধিদপ্তরের টেকনাফের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন মাছঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪.২০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধবংস করা হয়। কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ কোটি ২৬ লক্ষ।
এ সময় মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু, বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফের স্টেশন কমান্ডার তৈয়মুর পাশা, টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনসহ বাহারছড়া ও টেকনাফের কন্টিনজেন্ট কমান্ডার, মডেল থানার প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ। এ অভিযান চলমান থাকবে বলে মৎস্য অধিদফতর সূত্রে জানা যায়।
এসময় মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোস্টগার্ড
টেকনাফ স্টেশন কমান্ডার তৈমুর পাশা,টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হেসেন,টেকনাফ, মডেল থানার প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ। এ অভিযান চলমান থাকবে বলে মৎস্য অধিদফতর সূত্রে জানা যায়।