প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া তালিমুল কুরাআন মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ৮ জুন (শনিবার ) অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় মাদ্রাসা চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মওলানা আব্দুল্লাহ আ আমীন।

শিক্ষক আবদুল মান্নানের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মো: নাছির উদ্দীন।

বক্তব্য রাখেন- সহসুপার মওলানা মাঈন উদ্দীন সিনিয়ার শিক্ষক নুরুল ইসলাম কুতুবী , মওলানা আব্দুলাহ ,আলতাফ হোসেন ,তারেক বিন মোক্তার ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম শামস. ফরিদুল আলম প্রমুখ।

বিদায়ী ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় পরীক্ষার্থী এহসানুল হক মাহমুদ, তানজিদ আহম্মাদ , রফিকুল ইসলাম নাসরীন সুলতানা রুজি ও আরবীতে বক্তব্য দেয় মিজানুর রহমান ,দেলোয়ার হোসেন ।

বক্তব্য শেষে বিদায়ী ছাত্র ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।

জেলা শিক্ষা অফিসার মো: নাছির উদ্দীন বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। সু নাগরিক হতে হবে। বাবা মায়ের আদর্শিক গ্রহন করতে হবে, দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল , মাদ্রাসা কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।