নীতিশ বড়ুয়া, রামু :
কক্সবাজারের রামুতে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯জুন) বেলা ১২ টায় রামু উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে খাঁন ফাউন্ডেশন, চট্টগ্রাম ক্লাস্টার। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান আফসানা জেসমিন পপি।
সভায় বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, জাতীয় পার্টি নেতা ওবাইদুর রহমান কায়ছার।
সভায় “অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প” শীর্ষক মতবিনিময় সভায় রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, নির্বাচনে নারীদের মনোনয়নের ক্ষেত্রে তৃণমূল রাজনৈতিক নেতৃবৃন্দের ভুমিকা, রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাঁধা ও অপসারণ, নারীদের অবস্থা এবং অবস্থানের চিত্র তোলে ধরা হয়।
খাঁন ফাউন্ডেশন এর মনিটরিং এন্ড এভুলেশন কো-অর্ডিনেটর মো. সায়েদুল ইসলাম এর পরিচালনায় ও উপজেলা কো-অর্ডিনেটর মো. আছাদুজ্জামান লিওনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় রামু উপজেলার অপরাজিতাদের মধ্যে ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার, সাবেক মেম্বার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অপরাজিতা নেটওয়ার্কের সদস্যরা বক্তব্য রাখেন।
রামুতে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময়
