এম.মনছুর আলম,চকরিয়া :
চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নে (বিএমচর) মা ও কিশোরীদের স্বাস্থ্য প্রজনন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি পরামর্শ এবং বয়ঃসন্ধিকালীন নানা সমস্যা নিয়ে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯জুন) দুপুরে উপজেলার বিএমচর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শাহেলা জান্নাতের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ইজ্জতুল আনোয়ার রোমেলের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজিত মা ও কিশোরী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন, পিএইচডি মাঠ সমন্বয়কারী মির্জা সাদেক বেগ, চকরিয়া মা স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক বিজন কুমার বিশ্বাস।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এফ ডব্লিউভি, এফ ডব্লিউএ, সিএইচসিপি, পুষ্টি সংগঠক এলাকার মা ও কিশোরী প্রমূখ।
হেলথ এন্ড জেন্ডার সার্পোট ফর কক্সবাজার ডিস্ট্রিক প্রজেক্ট প্রকল্প বাস্তবায়নে এবং পার্টনার্স ই হেল্থ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)’র আয়োজনে সমাবেশে বক্তারা পুষ্টি তথ্য, গর্ভকালীন ও গর্ভোত্তর স্বাস্থ্যসেবা, কিশোরী সেবা ও পরামর্শ প্রদান, পুষ্টি সচেতনতা ও সহায়তা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক সেবা সম্পর্কে তুলে ধরা হয়।
মা সমাবেশ শেষে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আগত সেবা গ্রহিতা কিশোর- কিশোরীদের রক্ত পরীক্ষা, সুগার টেষ্ট, ঔষধ বিতরণ, এ এনসি সেবা, কাউন্সিলিং করা হয়।##