জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীনে ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কে শুভেচ্ছা জানাতে আজ ১০ জুন (২০২২) শুক্রবার দুপুর বারোটা ১৫ মিনিটে কলাভবনের প্রধান গেটে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন এবং সদস্য সচিব আমান উল্লাহ আমান নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ফুল এবং কলম হাতে কলাভবনের প্রধান গেটে অবস্থান নেন
ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে এসেছে এই খবর জানতে পেরে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরাও কলাভবনের প্রধান গেটে ভিড় জমায়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম এবং পুলিশ এসে উভয়পক্ষের নেতাকর্মীদের শান্ত করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কলাভবনের প্রধান গেট বন্ধ করে দেয় প্রশাসন।ফলে ছাত্রলীগের নেতাকর্মীরা কলাভবনের গেটের ভিতরে এবং ছাত্রদলের নেতাকর্মীরা বাইরে অবস্থান নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আশরাফুল ইসলামসহ কয়েকজন সহকারী প্রক্টর এবং শাহবাগ জোনের এডিসি হারুনুর রশীদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম কলাভবনের প্রধান গেটে অবস্থান নেন।
দুপুর সাড়ে বারোটায় ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় পরীক্ষার্থীদের কে ফুল এবং কলম দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা আধিপত্য বিস্তার করতেই ছাত্রদলের নেতাকর্মীদের কে দেখলেই সহ্য করতে পারে না।ঢাকা বিশ্ববিদ্যালয় হলে এবং ক্যাম্পাসে কোন রাজনৈতিক সহ-অবস্থান নেই। প্রশাসনের পক্ষ থেকে আমরা কোন সহযোগিতা পায় না।
ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযোগ ক্যাম্পাসে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল নিয়ে আসে।
ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশ্ন রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক সহ-অবস্থান না থাকলে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে কিভাবে আসে?
প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা এই বিষয়ে বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন।