মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ইউএসএআইডি এর প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এক্টিভিটির সহায়তায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ)-তে ‘প্রেক্টিসিং লিগ্যাল এইড ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৯ জুন অনুষ্ঠিত এ কর্মশালায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সালাহ উদ্দিন আহম্মদ সিআইপি, কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাজ্জাতুন নেছা, ইউএসএআইডি’র অ্যাডভোকেসি এন্ড আউটরিচ কম্পোনেন্ট লীড ওয়াহিদা বেগম, ইউএসএআইডি’র ফোকাল, সিবিআইইউ আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন, আইন বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অরুপ রতন সাহা, UNHCR, ব্লাস্ট, ইপসা, বিএনডব্লিউএলএ, ব্রাক এর প্রতিনিধি, প্রতিষ্ঠানটির আইন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন অরুন রতন সাহা। কর্মশালায় জেলা লিগ্যাল এইড সংক্রান্ত একটি ডকুমেন্টরি প্রদর্শিত হয় এবং জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিগ্যাল এইড সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পরিচালনা করেন।কর্মশালায় আগত আইন বিভাগের শিক্ষার্থীগণের লিগ্যাল এইড সেবা সম্পর্কে শিক্ষা বিস্তারের জন্য জেলা লিগ্যাল এইড অফিসার এর উপস্থাপনায় প্রশ্ন উত্তর পর্ব আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিদের সম্মাননায় উত্তরীয় প্রদান করা হয়।