মোঃ কাউছার ঊদ্দীন শরীফ ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া এলাকার মৃত আবুল কাসেম সাওদাগরের ছেলে শফি আলমকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯জুন )রাতে বর্ণিত ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া এলাকায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়,ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের নির্দেশে এস আই মো: মহি উদ্দিনের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বর্নিত এলাকার থেকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
অভিযানের বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হালিম বলেন, গ্রেফতারী পরোয়ানাভুক্ত শফি আলম কে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।