আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে ডাম্পারের ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড তেচ্ছিব্রীজ এলাকার হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দু’ঘটনা ঘটে।
নিহত হাফিজা আক্তার (৬) হোয়াইক্যং তেচ্ছিব্রীজ এলাকার নুরুল আলমের মেয়ে ও হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্কুল ছাত্রী হাফিজার পিতা নুরুল আলম জানান,তার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টেকনাফ দিক থেকে আসা (রাজশাহী-ট-১১-১২১২) এ নম্বরের ডাম্পার গাড়িটি হাফিজাকে ধাক্কা দেয়।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, ডাম্পারের ধাক্কায় হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্কুল ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।