নিজস্ব প্রতিবেদক:
শহরে দিনদুপুরে মালিককে বোকা বানিয়ে ক্রেতা সেজে মোটরসাইকেল নিয়ে চম্পট দিয়েছে চোর চক্রের এক সক্রিয় সদস্য। রবিবার (১২ জুন) বিকাল ৩টার দিকে বার্মিজ স্কুল রোডে এ ঘটনা ঘটে।

গাড়ির মালিক চৌফলদন্ডী কালু ফকির পাড়ার মোহাম্মদ ফরিদুল আলমের পুত্র মোহাম্মদ ফয়সাল জানান, উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়ার শামশুল আলমের পুত্র শাহজাহান আমার পূর্ব পরিচিত। সে আমার মোটর সাইকেল YAMAHA MODEL FZS Fi-V3.0, Engine No: G3L5E0229008, Chissis No: PS2RG64200A031101, Colour MATT RED, 150CC. মূল্য আনুমানিক ২,৪০,৫০০/— (দুই লক্ষ চল্লিশ হাজার পাঁচশত) টাকা ক্রয় করবে বলে বার্মিজ স্কুলের রোডে আসতে বলে। পরে সেখানে তার সাথে সাক্ষাত হলে গাড়ি পরীক্ষামূলক চালানোর কথা বলে পালিয়ে যায় শাহাজাহান।

ফয়সাল আরো জানান, মোটরসাইকেল ক্রয় করার জন্য শাহজাহান দীর্ঘদিন ধরে আমাকে বলে আসছিলেন। আমি একপর্যায়ে গাড়ি বিক্রি করতে রাজি হলে লেনদেন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় সে। আমি দীর্ঘ সময় অপেক্ষা করার পরও শাহাজাহান গাড়ি নিয়ে ফিরে না আসলে পরিশেষে কক্সবাজার সদর থানায় অভিযোগ দায়ের করি।