শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় নানা বাড়িতে বেড়াতে এসে পুরনো ঘরের দেয়াল ধসে মিফতাহুল জান্নাত (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের পুতুইন্যারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিফতাহুল জান্নাত উপজেলা উত্তর ধুরুং মনছুর আলী হাজীর পাড়া গ্রামের ফোরকানের মেয়ে। মায়ের সঙ্গে কয়েকদিন আগে বিয়ে উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে আসে।

হাসপাতাল এবং স্থানীয়দের সূত্রে জানা যায়, মিফতাহুল জান্নাত বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলার সময় হঠাৎ বাড়ির একটি দেয়াল ধসে তার গায়ের উপর পড়ে। অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।