আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়ার মৃত দুদু মিয়ার ছেলে শামশুল আলম (৩৬) ও হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলিখালী এলাকার মৃত শহর মল্লুকের ছেলে আফছার উদ্দিন(৩০)।
রবিবার (১২ জুন) ভোরে টেকনাফ পৌরসভার কার্যালয়ের সামনে আটক আসামীদের দখল হতে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার কার্যালয়ের সামনে থেকে দেশীয় মদ বহন করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই তারেক মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির দখল হতে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান,আটককৃত আসামিদের বিরুদ্ধ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।