মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার একটি পাহাড় থেকে আবুল কাশেম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ার একটি পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। আবুল কাশেম তেলুনিয়া পাডার বাসিন্দা মৃত ওবায়দুল হকের ছেলে।
সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে আবুল কাশেম মত ঘর থেকে বের হয়ে রাতে না ফেরার কারনে খোঁজাখুজি করেন। এক পর্যায়ে স্থানীয়রা বাগান থেকে কাঁঠাল পাডতে গেলে পাড়ার পাশের জনৈক জহিরের পাহাড়ের চুড়ায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বুধবার দুপুরে ঘটনাস্থল থেকে আবুল কাশেমের লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদুল হক জানায়, তার বাবা মৃগী রোগী ছিলেন। এর পাশাপাশি আবুল কাশেম মাঝে মধ্যে হিতাহিত জ্ঞান হারিয়ে চলাফেরা করতেন।
পাহাড় থেকে আবুল কাশেমের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ শামীম শেখ নলেন, প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশটি বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।