মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রামু’র রশিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বদলীয় নাগরিক পরিষদের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান ছিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রামু উপজেলা নির্বাচন অফিসার ও রশিদনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মাহফুজুল ইসলাম বৃহস্পতিবার ২১ অক্টোবর রামু উপজেলা পরিষদ মিলনায়তনে মনোনয়নপত্র বাছাই কালে মোঃ হান্নান ছিদ্দিকী’র দাখিলকৃত মনোনয়নপত্রে কোন ত্রুটি না থাকায় মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর রশিদনগরে সর্বদলীয় নাগরিক পরিষদের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান ছিদ্দিকী মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে সম্মানিত রশিদনগর ইউনিয়নের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেছেন।
প্রসঙ্গত, রশিদনগর ইউনিয়নে আগামী ১ি১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১১ হাজার ২ শত ১৭ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ৫ হাজার ৮০১ জন পুরুষ এবং ৫ হাজার ৪১৬ জন মহিলা ভোটার।