মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
নাইক্ষ্যংছড়িতে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস
ম্যামাচিং ও সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাবেদ রেজার দিকনির্দেশেনায় বৃহস্পতিবার (১৬ জুন) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন জাতীয়তাবাদীদল বিএনপির উদ্যোগে দক্ষিণ তুলাতলী সুলতানিয়া হেফজ খানা সংলগ্ন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ এর সভাপতিত্বে, উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ ফরিদ আহামদ, দপ্তর সম্পাদক জহির আহমেদ, উপজেলা যুব দলের আহবায়ক আবু সুফিয়ান চৌধুরী সোহেল, সদস্য সচিব আবু কায়ছার, ছাত্র দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ারুল হক আনু,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ২ নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান, সদর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব জালাল উদ্দীন সেজান সহ, বিএনপি, অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অসুস্থ বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন দক্ষিণ তুলাতলী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোঃ তৈয়ব উল্লাহ। দোয়া মাহফিল শেষে হাফেজ খানার ছাত্রসহ এলাকার অসহায় দুই শতাধিক মানুষের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।