সংবাদ বিজ্ঞপ্তি ::
যুক্তরাজ্যের বার্কিং কাউন্সিলের লিডার ড্যারেন রড ওয়েলের আমন্ত্রনে বার্কি টাউন হল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বার্কিং টাউন হলে পৌঁছালে মেয়র মুজিবুর রহমানকে স্বাগত জানান এসেম্বিলি মেম্বার ফর সিটি এন্ড ইষ্টি উমেস দেসাই ও বার্কিং কাউন্সিলের লিডার ড্যারেন রড ওয়েল। এসময় মেয়র মুজিবকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়।
এরপর মেয়র মুজিবুর রহমানকে লন্ডন বারো অফ বারকিং এন্ড ডেগেনহাম কাউন্সিল টাউন হল ঘুরিয়ে দেখান।
সেখানে রাষ্ট্রীয় রীতি অনুযায়ী মেয়র মুজিবুর রহমানকে গাউন পরিয়ে দিয়ে অনন্য সম্মান জানানো হয়।
এসময় লিডার অফ দা কাউন্সিল ড্যারেন রডওয়েল, অ্যাসেম্বলি মেম্বার লন্ডন কাউন্সিল উমেশ দেশাই, কেবিনেট মেম্বার ফর এনফোর্সমেন্ট এন্ড কমিউনিটি সেফটি কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, কাউন্সিলর গিয়াস উদ্দিন মিয়া, কাউন্সিলর সাব্বির জামিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বৈঠকে কক্সবাজার পৌরসভার উন্নয়নের বিষয়ে সফল একটি সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন মেয়র মুজিব।
এর আগে বারকিং এন্ড ডেগেনহাম কাউন্সিল অ্যাসেম্বলি হল পরিদর্শন করেন মেয়র মুজিব। এসময় বারকিং এন্ড ডেগেনহাম কাউন্সিল এর সংক্ষিপ্ত ইতিহাস এবং ভিশন সম্পর্কে উপস্থাপনা করেন লিডার এবং অন্যান্য বাঙালি কাউন্সিলররা।
পরিদর্শনের পর নেটওয়ার্কিং এবং মতবিনিময় সভা ও ফটোসেশন পর্ব অনুষ্ঠিত হয়।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু’র ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাজ্য সফররত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্টেপনী গ্রীনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় টাওয়ার হ্যামলেস কাউন্সিলের সাবেক স্পীকার খালেস উদ্দিন আহমদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফসার খান সাদেক, আওয়ামী লীগ নেতা শহীদ-উল ইসলাম ও বাংলাদেশের ৭জন মেয়রসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ১১দিনের জন্য সরকারীভাবে সুইজারল্যান্ড-যুক্তরাজ্যসহ ৫ দেশ সফরে গেছেন তিনি।
এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও টাওয়ার হ্যামলেস কাউন্সিলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মেয়র মুজিবুর রহমানকে আলাদাভাবে সংবর্ধনা দেয়ার কথা রয়েছে।