মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
দেশের আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেছে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়াস্থ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ এবং কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে শনিবার (২৫ জুন) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতু উদ্বোধনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রতিষ্ঠানে অধ্যয়নরত সহস্রাধিক শিক্ষার্থীর সামনে প্রদর্শন করা হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থী ও কোয়ান্টাম সেন্টারের সকল কর্মীদের সমন্বয়ে এক আনন্দ র্যালি বের করা হয়। স্কুল ক্যাম্পাস থেকে শুরু হওয়া র্যালিটি নিকটস্থ কেয়াজুপাড়া বাজার এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে দুই সহস্রাধিক ছাত্র-শিক্ষক-কর্মী ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন। র্যালিটিকে আরো বর্ণাঢ্য করতে স্কুলের সুদক্ষ ব্যান্ড দলের ছিল বিশেষ পরিবেশনা। শেষে সেতু উদ্বোধন বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। এ আয়োজন সম্পর্কে জানতে চাইলে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্রধান শিক্ষক শরিফুল আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণান্ত প্রয়াসে পদ্মা সেতু আজ আমাদের সামনে ‘আমরা পারি’ -এ সত্যের বাস্তবতা। আমাদের দেশ পদ্মা সেতুর মতো মহা-চ্যালেঞ্জের কাজ সম্পন্ন করেছে নিজের অর্থায়নে। দেশের প্রধান যদি পারে তাহলে শিক্ষার্থীদেরও নিজের পায়ে দাঁড়িয়ে দেশকে আরো উন্নত করার স্বপ্ন দেখতে হবে।’
এদিকে একই দিন সকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগেও এক আনন্দ র্যালি বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার নেতৃত্বে আয়োজিত র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেল পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান বক্তব্য রাখেন। এতে সহ¯্রাধিক নেতাকর্মী ও স্কুল কলেজ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।