মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
চকরিয়ার একটি হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বুধবার ৬ জুলাই কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালতে তিনি এ সাক্ষ্য ও আসামী পক্ষে জেরার জবাব দেন।
২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী কক্সবাজারের চকরিয়ার উপজেলা নির্বাহী অফিসার এবং চকরিয়ার উপজেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেছেন।
কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সুলতানুল আলম জানান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী চকরিয়ার উপজেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে ২০০৫ সালের ২৬ আগস্ট রাত দেড়টার দিকে চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকার মোজাহের মিয়ার পুত্র আলমগীর খুন হন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার চকরিয়া থানা মামলা নম্বর : ০৯/২০০৫ ইংরেজি, জিআর মামলা নম্বর : ৮৯/২০০৫ ইংরেজি (চকরিয়া) এবং এসটি মামলা নম্বর : ৩০৭/২০০৬ ইংরেজি।
এই হত্যা মামলায় এজাহার বর্হিভুত আসামী একই এলাকার গুরা মিয়ার পুত্র কামাল কে ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামী কামাল নিজেকে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তৎকালীন চকরিয়া উপজেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আত্মস্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন। সেই সময়কার উপজেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ১৭ বছর আগের হত্যা মামলায় বুধবার আদালতে এসে আসামী কামালের জবানবন্দি গ্রহণের বিষয়ে সাক্ষ্য প্রদান ও আসামীর পক্ষে জেরার জবাব দেন।
মৎস্য ও প্রাণী সম্পদ সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী থেকে আদালতে সাক্ষ্য গ্রহণ করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম। এসময় তাঁকে সহায়তা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সুলতানুল আলম। অপরদিকে, আসামী পক্ষে সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে জেরা করেন অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক।
মূলত এ মামলাটি কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার কার্যক্রম চলছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন জানান, কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন ভিন্ন মামলায় সাক্ষ্য দিতে বুধবার বান্দরবান জেলায় অবস্থান করায় কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালতে সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, মৎস্য ও প্রাণী সম্পদ সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ২ দিনের সফরে বুধবার ৬ জুলাই সকাল ৯ টায় বিমানযোগে কক্সবাজার আসেন। এদিন সকাল ১১ টায় তিনি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দেওয়া ছাড়াও কক্সবাজারে তাঁর ২ দিনের বিভিন্ন কর্মসূচী রয়েছে।
তারমধ্যে, বুধবার বিকেল ৩ টায় সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী কাঁকড়া হ্যাচারী এবং প্রস্তাবিত পিসিআর ল্যাবের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করবেন। বিকেল সাড়ে ৪ টায় টেকনাফের সাবরাং এ সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় প্রস্তাবিত বিএমসি স্থাপনের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করবেন।
বৃহস্পতিবার ৭ জুলাই সকাল সাড়ে ১০ টায় হোটেল রয়েল টিউলিপে এসপিএফ বাগদা পোনা উৎপাদনে করণীয় শীর্ষক স্টেক হোল্ডার কনসাটেসন কর্মশালায় তিনি অংশ নেবেন। সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ২ দিনের কক্সবাজার সফর শেষে একইদিন বিকেল ৩ টায় সড়কপথে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে সচিবের একান্ত সচিব গোলাম মহিউদ্দিন হাসান (উপসচিব) প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।