শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় দুইঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে একই ইউনিয়নের দুই শিশুর মৃত্যু হয়েছে।
তাঁরা হলেন, মারুফ (২) বছর ও সামজিদ মিয়া (১০) বছর।

শনিবার (৯ জুলাই) উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নে পৃথক এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, উত্তর ধূরুং ইউনিয়নের জুম্মা পাড়া গ্রামের এনামের পুত্র সকালে বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে ভাটার টানে পানিতে তলিয়ে যায় ১০ বছর বয়সী সামজিদ মিয়া। অন্যদিকে দুপুরে নিজ বাড়ির পুকুরে ডুবে মারা যায় মারুফ (২) বছর। সে উত্তর ধূরুং ইউনিয়নের পুড়ার পাড়া গ্রামের নাজেম উদ্দীনের পুত্র । পরে, তাদের উদ্ধার করে পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

এদিকে, একই ইউনিয়নে দুই ঘন্টার ব্যবধানে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় পরিবার-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।