মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রোববার ১০ জুলাই ঈদুল আজহা’র দিনেও কক্সবাজারে ২১ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। ১২৬ জনের নমুনা টেস্ট করে এসব পজেটিভ রোগী শনাক্ত করা হয়। একইদিন অবশিষ্ট ১০৫ জনের নমুনা টেস্ট রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২১ জন পজেটিভ শনাক্ত হওয়া রোগীর মধ্যে টেকনাফ উপজেলার রোগী ১৪ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৭ জন।
এছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার ৯ জুলাই ১৫৩ জনের নমুনা টেস্ট করে ১৫ জন, শুক্রবার ৮ জুলাই ৩১১ জনের নমুনা টেস্ট করে ৩৫ জন এবং বৃহস্পতিবার ৭ জুলাই ২৭৬ জনের নমুনা টেস্ট করে ৩২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।