সাজন বড়ুয়া সাজু:

দৃপ্ত চলনে সুরভিত হও তুমি তেজস্বিত মহিমাতে
আলোকিত হও সগৌরবে তিমির দুর্গম রাতে!!

২০২০-২১ শিক্ষাবর্ষে, সম্মান ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস, কক্সবাজার সিটি কলেজ মিলনায়তনে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শরমিন ছিদ্দিকার সঞ্চালনায় আজ শনিবার সকাল ১১.৩০ টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ক্য থিং অং নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন’ “কক্সবাজার সিটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভাল অবস্থানে। পাঠাগার, বিজ্ঞানাগার, ICT ল্যাবে স্বয়ংসম্পূর্ণ কলেজ এটি। CEDP এর আন্ডারে বিভিন্ন প্রকল্পের কাজ চলতেছে। পুরো কলেজটি বর্তমানে সম্পূর্ণ ডিজিটালাইড করা হয়েছে।

এছাড়াও খুব দ্রুত কলেজ ক্যাম্পাসে চাইনিজ ল্যাংগুয়েজ ল্যাব, ইংলিশ ল্যাংগুয়েজ ল্যাব, জাপানিজ ল্যাংগুয়েজ ল্যাব, আরবি ল্যাংগুয়েজ ল্যাব করা হবে।
এককথায় কক্সবাজার সিটি কলেজ শিক্ষার্থীদের শিক্ষা লাভের জন্য একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান।”

আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো: জাফর সাদেক, বাণিজ্য অনুষদ প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, সমাজবিজ্ঞান অনুষদ প্রধান অধ্যাপক শাহানুর আকতার, বিজ্ঞান অনুষদ প্রধান অধ্যাপক জেবুননেছা, কলা অনুষদ প্রধান অধ্যাপক আকতার উদ্দীন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন  অনুষ্ঠানের আহ্বায়ক এবং করোনার সময় সর্বোচ্চ ৪০০ অনলাইন ক্লাস সম্পাদনকারী  পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম।

নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে নুরুল আবছার, জেসমিন সুলতানা।

জাতীয় সঙ্গীত পরিবেশন ও নবাগত শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের (ইস.ইতিহাস) কোরআন তেলাওয়াত, কিশোর কুমারের (ব্যবস্থাপনা) গীতা পাঠ ও সহকারী অধ্যাপক মনিকা বড়ুয়ার ত্রিপিটক পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, কলেজের সম্মানিত শিক্ষকগণ ও নবীণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।