শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া
প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের
পানিতে ডুবে আবদুল্লাহ নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বরই তলি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আবদুল্লাহ ওই গ্রামের ইলিয়াস পুত্র ।

জানা গেছে , ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু আবদুল্লাহ বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর ছেলে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে আবদুল্লাহকে ভাসতে দেখেন। পরে, তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।