সভাপতি – জয় বড়ুয়া, সাধারণ সম্পাদক -মুক্তাদিল বিল্লাহ জয় , সাংগঠনিক সম্পাদক – বাবলু দে
প্রেস বিজ্ঞপ্তিঃ
“বেজে উঠল কি সময়ের ঘড়ি? এসো তবে আজ বিদ্রোহ করি” এই স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার ২১ অক্টোবর, ২০২১ ইং কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলদ ময়দানে জেলা ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্ধোধনী সমাবেশ শেষে লালদীঘির পাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কক্সবাজার জেলা সংসদের সভাপতি অন্তিক চক্রবর্তীর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল। উক্ত কাউন্সিল অধিবেশনে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের নতুন কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের নবগঠিত কমিটি নিম্নে ;
সভাপতি : জয় বড়ুয়া
সহ সভাপতি : বিবেক চক্রবর্তী
সাধারণ সম্পাদক : মুক্তাদিল বিল্লাহ জয়
সহ সাধারণ সম্পাদক : ক্লোরিন চাকমা
সাংগঠনিক সম্পাদক : বাবলু দে
কোষাধ্যক্ষ : রেফায়েত উল্লাহ রোহান
দপ্তর সম্পাদক : নিলয় দাশ
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক : প্রতুল বড়ুয়া
স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক : সৈয়দ খন্দকার আহাদ
সাংস্কৃতিক সম্পাদক : নুবাদ ওয়াদিয়া সাহিল
ক্রীড়া সম্পাদক : রিসু পাল
সদস্য : অন্তিক চক্রবর্তী
সদস্য: মংলা
সদস্য : প্রান্ত শর্মা
সম্পাদক মন্ডলী ও সদস্য হিসেবে ৩ টি শূন্য পদ আগামীতে সংগঠনের অগ্রসর কর্মীদের থেকে কোঅপ্ট করা হবে।