জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে নন্নাকাটা সাকিনে মাদ্রাসার ও দারুল উলুম হেফজ খানা এবং এতিমখানার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ ওসমান (৫৭) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাত্রি সাড়ে ১০টার সময়ে কক্সবাজার জেলার ঝিলংজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা জানান, সোনাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়াডে নন্নাকাটা মাদ্রাসা ও হেফজখানা শিশু শিক্ষার্থীকে ধরে বলাৎকারের অভিযোগে শিক্ষক মো: ওসমান কে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, অভিযুক্ত শিক্ষক কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।