নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পেশাজীবী সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন জাতীয় পার্টির টেকনাফ উপজেলা সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা মনোনীত প্রার্থী মাস্টার এমএ মঞ্জুর।
মঙ্গলবার (১৯ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মোঃ এনায়েত হোসেন (লীন) গণমাধ্যমে বার্তাতেই পাঠিয়েছেন।
আহ্বায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাস্টার এমএ মঞ্জুর পোড় খাওয়া সংগঠক ও পরিশ্রমী রাজনীতিবিদ। তার যোগ্য নেতৃত্বে জাতীয় পেশাজীবী সমাজের সাংগঠনিক কার্যক্রম তরান্বিত হবে।এ লক্ষে এমএ মঞ্জুর উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন এবং সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।
উল্লেখ্য, মাস্টার এমএ মঞ্জুর শুধু রাজনীতিবিদ বা সমাজকর্মী নন, তিনি একজন শিক্ষা সংস্কারক। সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হোসেইন মোহাম্মদ এরশাদের আদর্শের সারথি হিসেবে ছাত্রজীবন থেকে মাঠে ময়দানে পরিচিত।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।