ইয়াবা – ফাইল ছবি

মোঃ জয়নাল আবেদীন টুক্কু :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ২ শত ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তারা হলেন ইউনিয়নের উত্তর নারিচ বুনিয়ার মৃত মোহাম্মদ হোছন এর ছেলে মোঃ মামুন (১৮) ও দক্ষণি বাইশারী পেটান আলী পাড়া মৃত আহমদ হোসেন এর ছেলে মোঃ হারুনর রশিদ (২৩)।

শনিবার (২৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাইশারী তিন রাস্তার মোড় থেকে তল্লাশীকালে এসব ইয়াবাসহ এই দুই মাদক কারবারি কে আটক করতে সক্ষম হন।
এ সময় পুলিশ তাদের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন’র নির্দেশনায় বাইশারী পুলিশের ইনচার্জ কানন ও এসআই এনয়াত উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। থানা সূত্রে জানান আটক দুই ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করেন।