কামাল শিশির, রামু:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া রামুর মেধাবী শিক্ষার্থী মিনহাজ উদ্দিনের পাশে দাঁড়িয়েছে রামু উপজেলা প্রশাসন। সহায়তা হিসেবে দেয়া হয়েছে ১০ হাজার টাকা অনুদান। ২০ জুলাই দুপুরে মিনহাজের হাতে এ অর্থ সহায়তা প্রদান করেন- রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা।
এসময় রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম উপস্থিত ছিলেন।
রামুর রশিদনগর ইউনিয়নের কাদমরপাড়া এলাকার মেধাবি ছাত্র মিনহাজ উদ্দিন ২০১৯ সালে রশিদনগর নাদেরুজামান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানিয়েছেন- মিনহাজের মতো মেধাবি শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতে মিনহাজের স্বপ্ন পূরণে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।