নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সাহিত্য একাডেমীর ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
একাডেমির সভাপতি গবেষক মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, উখিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক অজিত দাশ, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা মোর্শেদা।
সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কবি আদিল উদ্দিন চৌধুরী, কবি সুলতান আহমদ, এডভোকেট শামসুল ইসলাম কুতুবী, ইঞ্জিনিয়ার বদিউল আলম, কবি দিলওয়ার আলম চৌধুরী, মকবুল আহমেদ।
আলোচনা সভা শেষে সাহিত্য একাডেমীর ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বর্তমান সময়ে কক্সবাজার জেলার সর্বজনশ্রদ্ধেয় ও গুণীজন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলামকে দেয়া হয় সাহিত্য একাডেমীর সম্মাননা।
প্রফেসর মোস্তাক আহমদ, এডভোকেট আবুল কালাম আজাদসহ জেলার প্রয়াত গুণীজনদের শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণকারী কবি-সাহিত্যিক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।