টেকনাফের হ্নীলায় উপহারের ঘর পানিতে তলিয়ে যাওয়ার পটভূমিতে সেখানকার বাসিন্দাদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ঢাকা পোস্ট। সেই প্রতিবেদনে সেখানকার পরিস্থিতি তুলে ধরায় ক্ষিপ্ত হয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু।
ঢাকা পোসস্টের অপর এক খবরে বলা হয় -বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার অফিসিয়াল নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধি সাইদুল ফরহাদকে।
ঘটনাটি মধ্যে ছড়িয়ে পড়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
আলাপের বিস্তারিত শুনুন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।