নুরুল কবির, বান্দরবান :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার পার্বত্যাঞ্চলের সার্বিক উন্নয়নে নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে, জনগণ এর সুফলও পাচ্ছে। পৌর শহরের বাস টার্মিনালটি চালু হলে যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে, যানজট কমবে। এ জন্যই বাস টার্মিনালটি নতুনভাবে চালু করা হচ্ছে।
বান্দরবান বাস টার্মিনাল ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে শনিবার সকাল দশটায় জেলা বাস টার্মিনাল আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (সিএইচটিডিবি) তত্ত্বাবধানে ৬ কোটি টাকা ব্যয়ে জেলা শহরের হাফেজঘোনায় বাস টার্মিনাল উদ্বোধন করা হয়।
একই অনুষ্ঠানে সিএইচটিডিবির তত্ত্বাবধানে ১কোটি টাকা ব্যয়ে বান্দরবানস্থ রুমা বাস স্টেশন ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। পার্বত্য মন্ত্রী আরও বলেন, বান্দরবানের উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার আন্তরিক। আমি চেষ্টা করি পার্বত্যাঞ্চলের সামগ্রিক উন্নয়ন করতে। বাস টার্মিনালটি আধুনিক সুবিধা সম্বলিতভাবে নির্মাণ করা হবে। এখানে বিশ্রামাগার, চাইল্ড ফিডিং কেন্দ্র, শৌচাগার ব্যবস্থা থাকবে। তবে নির্মাণের পর টার্মিনালটি রক্ষণাবেক্ষণে পরিবহন মালিক শ্রমিক সবাইকে আন্তরিক হতে হবে।
বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন এর সদস্য বাস্তবায়ন হারুনর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, পাবর্ত্য জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বান্দরবানের নিবাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দাশ।
এর আগে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বান্দরবান ৭ কোটি টাকার ব্যয়ে বাস টার্মিনাল ও রুমা বাস স্টেশনের নির্মাণকাজের ভিত্তি ফলক উন্মোচন করেন।
পরে বেলা ১২টায় সদর উপজেলার লেমুঝিরি এলাকায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বান্দরবান উপকেন্দ্রের উদ্বোধন করেন।
সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুন্দর মো. শেখ ছাদেক, বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ কেন্দের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম, যুব উন্নয়ন প্রশিক্ষক দেওয়ান আবুজর এবং সুগারক্রপ বান্দরবান উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ক্যছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।