নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে দুইটি এলজিসহ শহিদুল ইসলাম (২০) নামক যুবক আটক করা হয়েছে।
২৩ বিকাল সাড়ে তিনটার দিকে পৌরসভার বাঁচামিয়ার ঘোনা এলাকায় বিশেষ অভিযানে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে পুলিশ।
সে পাহাড়তলী এলাকার খোরশেদের ছেলে।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শহিদুল ইসলামকে অস্ত্রসহ আটকের জিজ্ঞাসাবাদে জানায়, তার সঙ্গে থাকা আরেকজনের নিকট আগ্নেয়াস্ত্র ছিল যা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের আশেপাশে তল্লাশিপূর্বক আরেকটি এলজি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, আটক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।