মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বর্তমান ‌শিক্ষা বান্ধব সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক যাচাই বাছাইক্রমে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সদয় সম্মতিক্রমে বিগত ৬ জুলাই ২০২২ ইং তারিখ সারা দেশে বাছাইকৃত ৮৫টি মাদ্রাসাকে অা‌লিম স্তর এমপিও ভুক্তির জিও জারী করেন। উক্ত জিও মোতাবেক বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট আলিম মাদ্রাসাটি পাহাড়ী এলাকায় অবস্থিত ও শিক্ষায় অনগ্রসর পার্বত্য অঞ্চল এবং মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার জন্য একমাত্র ধর্মীয় ও সাধারণ উচ্চ শিক্ষার মাধ‌্যম বিধায় বর্ণিত মাদ্রাসাি‌টির এমপিও ভুক্তি করেন এ সরকার। এ খবর এলাকায় জানাজানি হলে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠেন। এ জন্য বিগত ৭ জুলাই ২০২২ইং বর্তমান সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক শোকরানা সভার আয়োজন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। সভায় অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ হোসাইন বর্ণিত মাদ্রাসাটি এমপিও’র বিষয়ে বিস্তারিত বক্তব‌্য তুলে ধরেন। সভায় অন‌্যান‌্য বক্তারা মাদরাসা‌টির প্রতিষ্ঠার ও এম‌পিও ভূ‌ক্তির ই‌তিবৃত্ত তু‌লে ধ‌রেন। অনুষ্ঠানের তথ্যাদি প্রচার মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় সম্প্রচারিত হয়। কিন্তু সরকার ও মাদরাসা শিক্ষা বিরোধী একটি স্বার্থা‌ন্বেষিত মহল তা মেনে নিতে পারে নি। এই জন্য বিগত ২৬ ও ২৭ জুলাই ২০২২ ইং তারিখ ককসবাজা‌র জেলার দৈনিক দেশ বিদেশ ও দৈনিক ককসবজার না‌মের স্থানীয় পত্রিকায় বর্ণিত মাদ্রাসাটি সদ্য আলিম স্তর এমপিও বাতিল হওয়ার আতংকে শিক্ষক কর্মচারীরা উ‌দ্ধিগ্ন শি‌রোনা‌মে এক প্রতি‌বেদন প্রকা‌শিত হয়। উক্ত প্রতিবেদন প্রকাশিত হলে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী মাদ্রাসাটি স‌রেজ‌মি‌নে পরিদর্শন-সহ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। এ‌তে মাদ্রাসা কর্তৃপক্ষের পরিবেশিত ডকুমেন্টস তথ্য উপাত্ত দেখে জানা যায় বর্ণিত মাদ্রাসাটি কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী ম‌হোদ‌য়ের বান্দরবান জেলা বাসীর ও ‌বি‌শেষ ক‌রে নাইক্ষ‌্যংছ‌ড়ি উপ‌জেলাবাসীর জন‌্য বিশেষ উপহার এবং মাননীয় শিক্ষা মন্ত্রী, মাননীয় শিক্ষা উপমন্ত্রী শিক্ষায় অনগ্রসর পাহাড়ী অঞ্চল ও মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার কথা সদয় বিবেচনা করে বিশেষ বিবেচনায় এমপিও নীতিমালার যথাযথ প্রক্রিয়া অনুসরণ পূবর্ক মদিনাতুল উলুম ম‌ডেল ইন‌স্টি‌টিউট অা‌লিম মাদ্রাসাটি অা‌লিম স্তর এমপিও ভুক্ত ক‌রে‌ছেন। এই জন্য এলাকাবাসী, মাদরাসার ছাত্র ছাত্রী, শিক্ষক মন্ডলী,পরিচালনা কমিটি কর্তৃক সদাশয় শিক্ষা বান্ধব আওয়ামিলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানান। এর পাশাপাশি মাদ্রাসা কর্তৃপক্ষ অযাচিত মিথ্যা সংবাদের নিন্দা জানিয়ে এতে বিভ্রান্তি না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনু‌রোধ জানান।