মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি প্রযোজিত “অপারেশন সুন্দরবন” চলচ্চিত্রের ট্রেইলার উম্মোচন অনুষ্ঠান শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৫ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্রেইলার উম্মোচন করবেন পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ বিপিএম (বার) এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন (বিপিএম-বার, পিপিএম)। অনুষ্ঠানে রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রওশন, মনোজ, দর্শনা, রাইসুল ইসলাম আসাদ সহ একঝাঁক খ্যাতিমান অভিনয় শিল্পী লাইভ পারফরম্যান্স করবেন।

দীপংকর দীপন পরিচালিত অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের জমকালো ট্রেইলার উম্মোচন অনুষ্ঠানটি সবার জন্য উম্মুক্ত থাকবে।